কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে নাশকতার মামলায় ছাত্রদলের দুই কর্মীসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে।
রোববার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, উপজেলার মনোহরনগর গ্রামের খোদা বকসের ছেলে লিটন হোসেন (২৪), একই গ্রামের শহিদুল মোল্যার ছেলে মাসুদ রানা (২৫), আওয়ালগাতী গ্রামের গোলাম মোড়লের ছেলে আবদুল গফুর (৪০), ভালুকঘর গ্রামের শুকুর আলী বিশ্বাসের ছেলে আক্তার হোসেন (২৪), একই এলাকার মৃত এরফান বিশ্বাসের ছেলে শুকুর আলী বিশ্বাস (৫০) এবং মৃত মান্দার সরদারের ছেলে মতিয়ার রহমানকে (৩০)।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, রোববার রাতে অভিযান চালিয়ে নাশকতা মামলায় পাঁজিয়া ইউনিয়নের ছাত্রদলের কর্মী লিটন হোসেন ও একই গ্রামের মাসুদ রানা, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ালগাতী গ্রামের আবদুল গফুর, ভালুকঘর গ্রামের আক্তার হোসেন, শুকুর আলী বিশ্বাস, মতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়। একই অভিযানে কেশবপুর সাগরদাঁড়ী সড়কের দেউলী চৌরাস্তা নামকস্থানে যাত্রী ছাউনীর পাশে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করা হয়। সোমবার সকালে আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
কেশবপুরে ছাত্রদল কর্মীসহ গ্রেফতার ৬, পাইপগান উদ্ধার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/