কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের মজিদপুর পূর্বপাড়ায় অবৈধভাবে বয়লার রাইস মিল স্থাপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মজিদপুর পূর্বপাড়ার মৃত হরিপদ দেবনাথের ছেলে প্রভাত কুমার দেবনাথ দীর্ঘদিন ধরে বসতবাড়ির সন্নিকটে বয়লার রাইস মিল স্থাপন করার চেষ্টা করছে। এলাকাবাসীর অভিযোগে ২০০৯ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে তার পরিকল্পনা ভেস্তে যায়। বর্তমানে আবারও প্রভাত কুমার দেবনাথ ওই বয়লার রাইস মিল নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিল স্থাপন হলে আশপাশে পরিবেশ দূষণের ফলে ক্ষতিগ্রস্ত হবে ওই এলাকায় বসবাসকারী পরিবারগুলো।
এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে মৃত মোজাহার আলী সরদারের ছেলে নিছার আলী বাদী হয়ে পরিবেশ দূষণ রোধে বয়লার রাইস মিল স্থাপন বন্ধ করার জন্য বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বহী কর্মকর্তা মো. মিজানূর রহমান জানান, বুধবার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কেশবপুরে অবৈধভাবে বয়লার রাইস মিল স্থাপনের অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/