আশাশুনি প্রতিনিধি: কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করেছে আশশুনি থানা পুলিশ।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ নিজ অফিস কক্ষে কেক কাটার আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আজিজুর রহমান, সাংসদ প্রতিনিধি শম্ভুনাথ মন্ডল, এসআই হাসানুজ্জমান, প্রদীপ কুমার সানা, নয়ন চৌধুরী, ইমাইল হোসেন, সঞ্জীব সমাদ্দার, মঞ্জুরুল হাসান, এএসআই ফারহানা, আনিছুর রহমান, মাহাবুব হোসেন, শাহজামাল, ফেরদৌস হোসেন, সরজিত কুমার, মোকাদ্দেছ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা এসএম হুমায়ন কবীর সুমন প্রমুখ।
জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ওসি বিপ্লব কুমার নাথ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। সাড়ে সাত লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি বিশ্বে মানবতার জননী হিসেবে আখ্যায়িত হয়েছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ পুলিশ আজ আধুনিক সেবা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা তার দীর্ঘায়ু কামনা করি।