Site icon suprovatsatkhira.com

কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হত্যা মামলার চার আসামির রিমান্ড মঞ্জুর

আবিদ হাসান: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন হত্যা মামলার চার আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরার আমলী আদালত-২ এর বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির শুনানি শেষে তাদের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- ফজলু গাজী, মন্টু ঘোষ, হামিদ ও রাজগুল।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজিব হাসান জানান, আদালতে আসামিদের সাতদিনের রিমান্ডের আবেদন জানালে আদালত শুনানি শেষে তাদের প্রত্যেককে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে। তিনি আরও জানান, ইতোপূর্বে আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে মামলার রহস্য জট আরও খুলবে।
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর রাতে স্থানীয় যুবলীগ কার্যালয়ের সামনে মোবাইলে দাড়িয়ে কথা বলার সময় কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনকে মুখোশধারীরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এ মামলার প্রধান আসামি ইউপি সদস্য জলিল গাইনকে পুলিশ গাজীপুর থেকে গ্রেফতারের পর কালিগঞ্জের কৃষ্ণনগরে নিয়ে আসলে জনগণ গণপিটুনি দিয়ে হত্যা করে।  

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version