কৃষ্ণনগর প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান মোশাররফ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ সোতা পাড়পাড়া জামে মসজিদে ৬নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে এই দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ১নং কৃষ্ণনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঈদ মেহেদী। বক্তব্য রাখেন ইউপি সদস্য সফিকুল ইসলাম, সমাজ সেবক সিরাজুল ইসলাম, আবুল কাশেম গাজী, আব্দুল হাকিম পাড় প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. লুৎফর রহমান।
এদিকে, জুম্মাবাদ বালিয়াডাঙ্গা বাজারে হাজার হাজার জনগণ বিক্ষোভ মিছিল করে। মিছিলে মোশাররফ চেয়ারম্যানের হত্যার সাথে জড়িত অন্যান্য খুনিদের এবং হত্যায় মদদদাতাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।