কৃষ্ণনগর প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে সন্ত্রাসীদের গুলিতে নিহত চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ইউনিয়নের কালিকাপুর গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের বড় মেয়ে সাফিয়া খাতুন, ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান মোল্লা, মাওলানা আইয়ুব প্রমুখ। সভায় প্রয়াত চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ।