জামাল উদ্দীন, কৃষ্ণনগর (কালিগঞ্জ): কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি স্কুল মাঠে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাইদ মেহেদী।
আরও বক্তব্য রাখেন, কৃষ্ণনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান মোল্যা, ইউপি সদস্য মো. নজরুল ইসলাম, জিএম জবেদ আলী, জিএম ফজলুল হক, জিএম নুরুল হক, শেখ মোমতাজুল ইসলাম, আফছার উদ্দীন ঢালী, এসএম শফিকুল ইসলাম, রাশিদা খলিল, শ্যামলী রানী ও ফরিদা পারভীন।
সমাবেশে বক্তারা কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যানের হত্যাকারীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে মুখোশধারী সন্ত্রাসীরা।