ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা কুশখালী সীমান্ত থেকে ৩০ লক্ষ ২০০ টাকা মূল্যের ৩৯ কেজি ভারতীয় রূপা আটক করেছে বিজিবি সদস্যরা।
শনিবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুশখালীর ডালিয়া পাড়ার মাঠ সংলগ্ন এলাকা থেকে এই মূল্যবান রূপা জব্দ করা হয়।
এ ব্যাপারে ৩৩ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মো. হানিফ হাওলাদারের নেতৃত্বে একটি টহল দল রাত ৯টার দিকে কুশখালী সীমান্তের ডালিয়া পাড়া মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০ লক্ষ ২০০ টাকা মূল্যের ৩৯ কেজি রূপা আটক করা হয়।