Site icon suprovatsatkhira.com

কুল্যায় ৩ ক্লিনিক মালিককে জরিমানা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কুল্যায় ক্লিনিকের বৈধ কাগজপত্র ও রেজিস্ট্রেশনের মেয়াদ না থাকার দায়ে মেডিকেল প্রাকটিস এবং বে-সরকারি ক্লিনিক ও ল্যাব (নিয়ন্ত্রণ) আইনে তিন ক্লিনিক মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কুল্যার মোড় এলাকায় এসব ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার।
বিজ্ঞ আদালত ক্লিনিকের বৈধ কাগজপত্র ও রেজিস্ট্রেশনের মেয়াদ না থাকার অপরাধে মেডিকেল প্রাকটিস এবং বে-সরকারি ক্লিনিক ও ল্যাব (নিয়ন্ত্রণ) আইনের ১৯৮২ এর ৬,৭ ও ৮ ধারায় রয়েল ক্লিনিক ও সোনার বাংলা ক্লিনিক মালিককে ১০হাজার টাকা করে এবং মা সার্জিক্যাল ক্লিনিক মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version