আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কুল্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মনির হোসেন লিটন (৩২) নামে এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামে তার মুত্যু হয়। সে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের রশিদ শিকদারের ছেলে।
জানা যায়, লিটন দীর্ঘদিন ধরে চাপড়া বাসস্ট্যান্ডে স্ট্যাটারের দায়িত্ব পালনের পাশাপাশি ভাড়ায় মটরসাইকেল চালাতেন। ঘটনার সময় লিটন বাড়ি থেকে মটরসাইকেল নিয়ে আগরদাড়ি গ্রামে পৌঁছলে হঠাৎ অসুস্থবোধ করে।
পার্শ্ববর্তী লোকজন তাকে স্থানীয় ডা. জলিলের চেম্বারে নিলে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ মেয়ে ও ২ ছেলে সন্তান রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানাগেছে, বুধবার (১২ সেপ্টেম্বর) বাদ জোহর নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হবে।