Site icon suprovatsatkhira.com

কুলিয়ায় চেতনানাশক ওষুধ স্প্রে করে চুরি, থানায় মামলা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় চেতনা নাশক স্প্রে করে এক পরিবারের সর্বস্ব লুটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা শনিবার (১ আগস্ট) থানায় অজ্ঞতানামা একটি মামলা দায়ের করে।
ভুক্তভোগী পরিবারের সদস্য মোজাফ্ফর হোসেন খোকন জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে বাড়ির লোকজন রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে সংঘবদ্ধ চোর চক্র ঘরের জালানা দিয়ে চেতনা নাশক ওষুধ ছিটালে সবাই অজ্ঞান হয়ে পড়ে। পরে তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে বাক্সের মধ্যে থাকা যাবতীয় জমির দলিল, নগদ এক লক্ষ ৫০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার ও নতুন-পুরাতন জামাকাপড় চুরি করে নিয়ে যায়। ভোর ৫টার দিকে বাড়ির ভিতর থেকে কীটনাশকের গন্ধ পেয়ে স্থানীয়রা এসে ঘরের ভিতরে সবাইকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে দেবহাটা থানায় অজ্ঞাতদের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে দেবহাটা থানা সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, গত বুধবার গভীর রাতে উপজেলার কুলিয়া ইউনিয়নের খাসখামার গ্রামের ইব্রাহীম গাজির বাড়িতে চেতনা নাশক ওষুধ স্প্রে করে চুুরির ঘটনা ঘটে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version