Site icon suprovatsatkhira.com

কুলিয়ার জামায়াত নেতা মোখছেদ আটক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়ার বহুল আলোচিত জামায়াত নেতা মোখছেদ আলীকে (৫০) আটক করেছে পুলিশ। তিনি পুষ্পকাটি গ্রামের কেয়ামউদ্দীন গাজীর ছেলে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের শশাডাঙ্গা বাজার থেকে তাকে আটক করা হয়।
দেবহাটা থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের নেতা কর্মীদের সক্রিয় করার লক্ষ্যে গোপন বৈঠক করার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল মৈত্র অভিযান চালিয়ে মোখছেদ আলীকে আটক করে। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালে তার নেতৃত্বে পুষ্পকাটি সরদার বাড়ি মোড়সহ বিভিন্ন এলাকায় শেখ হাসিনা এবং সজিব ওয়াজেদ জয়ের কবর তৈরি ও ব্যাপক নাশকতা চালানো হয়। তার বিরুদ্ধে গাছ কাটা, অগ্নিসংযোগ, আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version