মঞ্চ, টেলিভিশন অভিনেত্রী ও বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপিকা ড. সেলিনা আফরিন জয়িতা গত বছর শ্যুটিং শেষে রামপুরা টিভি সেন্টারের সামনে থেকে কিডন্যাপ হন। সন্ত্রাসীরা অমানবিক অত্যাচার ও নির্যাতনের পর বিশ লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে তাকে আফতাবনগরে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে রেখে যান। বর্তমানে তিনি হাটতে পারেন না, বেশিক্ষণ বসে থাকতে পারেন না। শরীর পুড়ে দিন দিন কালো হয়ে যাচ্ছে। সারাক্ষণ যন্ত্রণায় কাতরাচ্ছেন, অন্যদিকে বেকার জীবন পার করছেন। এই খবর পেয়ে শিল্পী ঐক্যজোট পরিবার তার পাশে দাঁড়ান। জোটের সভাপতি জনপ্রিয় অভিনেতা ডি.এ তায়েবের নির্দেশনায় জোটের সাধারণ সম্পাদক, নাট্যনির্মাতা জি.এম সৈকত অসুস্থ এই শিল্পীর বাসাতে যান এবং সার্বিক খোঁজ-খবর নেন। জি.এম সৈকত বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। আমরা অসুস্থ এই শিল্পীর চিকিৎসার পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য শিল্পীর পাশে আছি এবং থাকবো সারাজীবন। প্রেস বিজ্ঞপ্তি