কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে একটি পাইপগান, একটি ইয়ারগান ও তিন রাউন্ড গুলিসহ আব্দুল মাজেদ তরফদার (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে উপজেলার রতনপুর ইউনিয়নের তেরুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক আব্দুল মাজেদ তরফদার (৫২) ওই গ্রামের আব্দুল জব্বার তরফদারের ছেলে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মাজেদকে আটক করা হয়েছে। এসময় তার বসত ঘর থেকে একটি পাইপগান, একটি ইয়ারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে কালিগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।
9,011,298 total views, 8,521 views today