কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন আ.লীগের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি শমসের আলী ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন ও ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এস.এম শাহাবুদ্দিন।
সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী, ২নং ওয়ার্ডের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক রনজিত মন্ডল, ৩নং ওয়ার্ডের সভাপতি গাজী নুরুল হক বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, ৪নং ওয়ার্ডের সভাপতি হাবিবুল্লাহ পাড়, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মোড়ল, ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সানাউল্লাহ সরদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ৬নং ওয়ার্ডের সভাপতি মো. রাজগুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ৭নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হক তরফদার, ৮নং ওয়ার্ডের সভাপতি আশরাফ হোসেন মিন্টু, ৯নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, আ.লীগ নেতা ইয়াহিয়ার রহমান খোকন, জাকির হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল কবির বাবু, ২নং ওয়াডের সুধাংশু ম-ল, ৩নং ওয়ার্ডের গাজী আকতার ফারুক, ৪নং ওয়ার্ডের রাজগুল ইসলাম, ৬নং ওয়ার্ডের গাজী রাজগুল ইসলাম, ৯নং ওয়ার্ডের জাহাঙ্গীর কবির লাকি, মহিলা ইউপি সদস্য সীতারানী বৈদ্য, পাপিয়া হক, রওশানারা বীথি প্রমুখ। সভায় আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রক্রিয়াকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সকল নেতাকর্মীকে সাথে নিয়ে সকল অপশক্তিকে মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.এম আব্দুল আলীম।
কাশিমাড়ী ইউনিয়ন আ.লীগের সমন্বয় সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/