কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ীতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের করণীয় বিষয়ে সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওয়াজেদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপাধ্যক্ষ মাওলানা আশরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজজামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীনা হাবিবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ গাজী মো. সফিকুল ইসলাম, কাশিমাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এসএম আব্দুল হাই, কাশিমাড়ী আদর্শ মহিলা আলীম মাদ্রাসার প্রধান শিক্ষক ইসহাক আলী, কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, শংকরকাটি সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আক্তারুজ্জামান, ঘোলা গাজী আব্দুল হামিদ মডেল একাডেমি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ আশরাফ হোসেন, শংকরকাটি খাদিজা নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আল আজাদ, বিশিষ্ট সমাজসেবক নেছারউদ্দীন প্রমুখ। প্রশিক্ষণে কাশিমাড়ী ইউনিয়নের মাধ্যমিক প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
কাশিমাড়ীতে শিক্ষার মান উন্নয়নে সাব ক্লাস্টার প্রশিক্ষণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/