কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) সুবীর দত্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সম্পন্ন হয়েছে। গত রোববার (৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ ডাকবাংলোয় খুলনা জোনের ডিএন্ডপিএস’র পুলিশ পরিদর্শক সহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই তদন্ত সম্পন্ন করেন। তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ থাকাকালে সুবীর দত্ত যে ঘুষ বাণিজ্যসহ অনিয়ম ও দুর্নীতি করেছেন সে বিষয়ে গণমাধ্যম কর্মী এবং উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিবর্গের নিকট থেকে লিখিত বক্তব্য গ্রহণ করেন। সূত্র জানায়, ওসি সুবীর দত্তের নানা অপকর্মের বিষয়ে তদন্তপূর্বক বিভাগীয় শাস্তি প্রদানের দাবিতে জনপ্রতিনিধি ও ভুক্তভোগী ব্যক্তিবর্গ আইজিপিসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। এর ভিত্তিতেই এই তদন্ত অনুষ্ঠিত হয়েছে। প্রসঙ্গত, সুবীর দত্ত গত ১১ নভেম্বর ২০১৭ থেকে ২০১৮ সালের ২৫ এপ্রিল পর্যন্ত কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
কালিগঞ্জ থানার সাবেক ওসি সুবীর দত্তের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/