Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ আটজনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতালের কনফারেন্স রুমে আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন ডা. আকছেদুর রহমানের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তিনি বলেন, গত ৬-৭ বছর আগে পবিত্র ঈদের দিন সকালে আমি আকছেদ সাহেবের কাছে ফোন দেই। সেদিন সবাই ঈদের ছুটি কাটাতে পরিবারের সাথে ছিলো। অথচ আকছেদ সাহেব সেই দিন এক রোগীকে অপারেশন করাচ্ছিলেন। এই মানুষটি তার বেতনের টাকার অধিকাংশ মানুষের সেবার কাজে ব্যবহার করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি কর্মকর্তা আব্দুস সোবহানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল ইসলাম, আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুন কুমার, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনি রেজিস্টার ডা. পুস্প অঞ্জলি রায়, কালিগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার ডা. জিয়াউর রহমান, সদর হাসপাতালের প্রধান অফিস সহকারি আশেক এলাহী, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারি কর্মকর্তা ডা. আব্দুল জলিল, সিনিয়র নার্স পুতুল রাণী হালদার, উপ-সহকারি মেডিকেল অফিসার ডা. মহসিন আলি, স্বাস্থ্য পরিদর্শক ডা. মঞ্জুর কাদের, স্বাস্থ্য সহকারি ডা. আবু সাঈদ, ডা. আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আকছেদুর রহমান, মেডিকেল অফিসার ডা. তপন কুমার মন্ডল, নার্সিং সুপারভাইজার হোসনে আরা খানম, অফিস সহকারি মিলন কৃষ্ণ হালদার, সহকারি স্বাস্থ্য পরিদর্শক সুকুমার সরকার, জগন্নাথ সরদার, পরিচ্ছন্নতাকর্মী মরিয়ম নেছা ও অফিস সহায়ক মরহুম শাহাজান আলীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version