কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তিন ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছে। তারা হলেন, উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামের ফজর আলী গাজীর ছেলে শাহিনুর গাজী, মৌতলা গ্রামের পূর্ব মৌতলা গ্রামের শেখ হাসান আলীর ছেলে শামীম হোসেন ও লক্ষীনাথপুর গ্রামের মৃত মহব্বত আলী গাজীর ছেলে মিজান গাজী।
কালিগঞ্জ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এই তিন ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করে। শনিবার সকালে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।