Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে ৩৯ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির চেক প্রদান

কালিগঞ্জে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের এর অর্থায়নে এবং মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টায় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ে চেক প্রদান অনুষ্ঠানে সমাজ সেবক গিয়াস উদ্দিন সরদারের সঞ্চালনায় এবং মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক জি এম ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার জেসিয়া জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, মুক্তিযোদ্ধা মহিদ্দিন গাজী প্রমুখ।
অনুষ্ঠানে ৩৯ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদ-। শিক্ষা ছাড়া একটি দেশ ও জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। শুধু শিক্ষিত হলে হবে না সকলকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে সকলকে দেশ ও জাতির উন্নয়নে এক সাথে কাজ করতে হবে। শিক্ষা জীবনকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় এবং মানুষের মনুষ্যত্বকে সর্বদা সত্যের সন্ধানে জাগ্রত রাখে। শিক্ষায় আমাদের ভালকে গ্রহণ করতে এবং মন্দকে পরিহার করতে শেখায়। আর শিক্ষাই প্রতিটি মানুষকে সঠিক পথের নির্দেশনা দিয়ে থাকে। প্রেস বিজ্ঞপ্তি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version