সেপ্টেম্বর ১০, ২০১৮
কালিগঞ্জে ৩৯ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির চেক প্রদান
কালিগঞ্জে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের এর অর্থায়নে এবং মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টায় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ে চেক প্রদান অনুষ্ঠানে সমাজ সেবক গিয়াস উদ্দিন সরদারের সঞ্চালনায় এবং মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক জি এম ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার জেসিয়া জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, মুক্তিযোদ্ধা মহিদ্দিন গাজী প্রমুখ। 8,879,619 total views, 7,567 views today |
|
|
|