কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ মহিলা মিশন উন্নয়ন সংস্থার আয়োজনে ১০ দিনব্যাপী বয়নশিল্প প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিশন মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান।
সাংবাদিক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জাসদের সভাপতি শেখ মোজাহার হোসেন জান্টু, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আহম্মাদ উল্লাহ বাচ্চু প্রমুখ।
প্রশিক্ষণে ৩৫ জন নারী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ প্রদান করেন জান্নাত-আরা-ফেরদৌসী দীনা ও সানজিদা নাজনীন সাথী।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/