Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন ও যুবলীগের কর্মী সমাবেশ

কালিগঞ্জ প্রতিনিধি: আওয়ামী যুবলীগ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন শাখার (একাংশ) আয়োজনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন ও ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চৌমুহনি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ-আলম ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান। সম্মানিত অতিথি ছিলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন।
বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আশেক ইকবাল পাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি শেখ আনোয়ারুল কবীর লিটু, সাধারণ সম্পাদক জি এম সাইফুল ইসলাম ও শ্যামনগর উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা (বাংলা)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক সরদার, সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাশেদ ঢালী প্রমুখ। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version