Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ওকালত দৌলা সুফিয়া শিক্ষা সহায়তা প্রকল্পের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলীর সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম ওকালাত আলীর ছেলে জুলফিকার আবদুল্লাহ। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের প্রভাষক মহসীন আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মরহুম ওকালাত আলীর পুত্রবধূ পারভীন আক্তার বেবী, খান বাহাদুর আহছানউল্লা সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক আকরাম হোসেন, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রমিজ উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৬০ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ নাসরুল উলুম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সহকারি সুপার মাওলানা শফিউল্লাহ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version