Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বসতভিটা জবরদখল, গাছ কর্তন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জে এক বৃদ্ধের বসতভিটা জবরদখল করে নিয়েছে প্রতিপক্ষের ভাড়াটিয়া বাহিনী। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুশুড়ি গ্রামের মৃত কানাই লাল দে’র ছেলে স্বপন কুমার দে’র সাথে প্রতিবেশী গৌর মোহন নন্দীর ছেলে সুশান্ত কুমার নন্দীর ২৩ শতক জমি নিয়ে বিরোধ চলছিল। ওয়ারেশসূত্রে প্রাপ্ত জমিতে স্বপন কুমার দে (৬৫) পাকা ঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবত বসবাস করলেও সুশান্ত কুমার নন্দী ওই জমি থেকে তাকে উচ্ছেদের পায়তারা চালাচ্ছিল। কয়েকদিন পূর্বে স্বপন কুমার নন্দী চিকিৎসার জন্য সস্ত্রীক ভারতে যান। এই সুযোগে গত শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সুশান্ত কুমার নন্দী ও বিশ^নাথ দে’র ছেলে শিমুল কুমার দে’র (২৮) নেতৃত্বে ১৫-১৬ জন ভাড়াটিয়া সন্ত্রাসী ঘেরা-বেড়া ভাঙচুর করে বসতঘর বাদে অবশিষ্ট জমি জবরদখল করে নেয়। এসময় তারা ৬-৭টি মেহগনী গাছ, কয়েকটি কলা গাছ কর্তন করে এবং রান্নাঘরের পাকা দেয়াল ভেঙে দিয়ে প্রায় সম্পূর্ণ জমিতে কাটাতারের ঘেরা-বেড়া দেয়। এমনকি দখলদার বাহিনী বসতঘরে প্রবেশের পথের কিছু অংশ কাটাতারের বেড়া দিয়ে অবরুদ্ধ করেছে এবং কর্তনকৃত গাছ ও ইট নিয়ে আত্মসাৎ করেছে বলে জানা গেছে। এঘটনায় স্বপন কুমার দে’র ভাগ্নে দিলীপ কুমার মল্লিক বাদী হয়ে দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-১৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সুশান্ত কুমার নন্দী (৫৭) জানান, জমি নিয়ে আদালতে মামলা চলছিল। জমি আমার পাওনা হওয়ায় আমি দখল করে নিয়েছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version