কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে র্যাবের অভিযানে দেশীয় বন্দুক ও একটি পাইপগানসহ দুই ডাকাত আটক হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের নওয়াব আলী সরদারের ছেলে শহিদুল ইসলাম (৩০) ও আশাশুনি থানার বসুখালী গ্রামের আহম্মদ আলী ফকিরের ছেলে আমিরুল ইসলাম (৩৯)।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে র্যাব-৬ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারালী ইউনিয়নের মলমবয়রা গ্রামের জনৈক ইন্দ্রজিতের ঘেরের পাশে অভিযান পরিচালনা করেন। এসময় শহিদুল ইসলাম ও আমিরুল ইসলাম অস্ত্রসহ আটক হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর: ১২, তারিখ: ১৯/০৯/১৮ খ্রিষ্টাব্দ।
এছাড়া কালিগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের শেখ মেহের আলীর ছেলে নাশকতা মামলার পলাতক আসামি শামীম হোসেনকে (৩৪) গ্রেফতার করেছে।
কালিগঞ্জে বন্দুকসহ দুই ডাকাত আটক
https://www.facebook.com/dailysuprovatsatkhira/