কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে র্যাবের অভিযানে দেশীয় বন্দুক ও একটি পাইপগানসহ দুই ডাকাত আটক হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের নওয়াব আলী সরদারের ছেলে শহিদুল ইসলাম (৩০) ও আশাশুনি থানার বসুখালী গ্রামের আহম্মদ আলী ফকিরের ছেলে আমিরুল ইসলাম (৩৯)।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে র্যাব-৬ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারালী ইউনিয়নের মলমবয়রা গ্রামের জনৈক ইন্দ্রজিতের ঘেরের পাশে অভিযান পরিচালনা করেন। এসময় শহিদুল ইসলাম ও আমিরুল ইসলাম অস্ত্রসহ আটক হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর: ১২, তারিখ: ১৯/০৯/১৮ খ্রিষ্টাব্দ।
এছাড়া কালিগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের শেখ মেহের আলীর ছেলে নাশকতা মামলার পলাতক আসামি শামীম হোসেনকে (৩৪) গ্রেফতার করেছে।