Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বিষ্ণুপুর ও ধলবাড়িয়া ফুটবল একাদশ জয় পেয়েছে। শনিবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় বিষ্ণুপুর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে কুশুলিয়া ইউনিয়নকে এবং দ্বিতীয় খেলায় ধলবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে মৌতলা ইউনিয়নকে পরাজিত করে দ্বিতীয় পর্বে উন্নীত হয়েছে। খেলা পরিচালনা করেন সুকুমার দাশ বাচ্চু, আব্দুস সামাদ, সৈয়দ মোমেনুর রহমান ও মঞ্জু এলাহী।
এদিকে, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থা ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, আজ রোববার বিকেলে মুখোমুখি হবে মথুরেশপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও কৃষ্ণনগর ফুটবল একাদশ এবং ভাড়াশিমলা ইউনিয়ন ও রতনপুর ইউনিয়ন ফুটবল একাদশ।
এছাড়া আগামীকাল সোমবার বিকেলে চাম্পাফুল ইউনিয়ন ও তারালী ইউনিয়ন এবং নলতা ইউনিয়ন ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ফুটবল একাদশ মুখোমুখি হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version