কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ২০ বোতল ফেনসিডিলসহ মনিরা বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার রতনপুর ইউনিয়নের মলেঙ্গা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। কালিগঞ্জ থানা সূত্রে জানা যায়, শনিবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দুলাবালা গ্রাম থেকে থানার সহকারি উপ-পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করেন। এসময় তার নিকট থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।