কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি দূরীকরণে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে স্ট্রোমি ফাউন্ডেশনের সহযোগিতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) সীডস কর্মসূচি প্রকল্পের আওতায় ইউনিয়ন জনসংগঠন, ওয়ার্ড কমিটি, এসআরজি এবং কমিউনিটির অংশগ্রহণে কুশুলিয়া ইউনিয়ন নেতৃবৃন্দকে নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাস কালিগঞ্জ অফিসের ব্যবস্থাপক তাপস কুমার মল্লিক। এসময় আরও বক্তব্য রাখেন সাসের প্রোগ্রাম অফিসার বাবুর আলী, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সদস্য শেখ আনোয়ার হোসেন প্রমুখ।
8,767,053 total views, 7,613 views today