কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে দুর্নীতি দমন কমিশন (খুলনা) এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ‘সবাই মিলে শপথ করি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে এ উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল হোসেন।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, অধ্যাপক মোহাম্মদ আলী, তারালী ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রাক্তন অধ্যাপক শ্যামাপদ ঘোষ, সাধারণ সম্পাদক মোসলেম আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালনের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্যে।
কালিগঞ্জে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/