কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টের তিন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, রতনপুর ইউনিয়নের আড়ংগাছা গ্রামের পিয়ার আলী তরফদারের ছেলে জয়নাল হোসেন ও তার সহোদর আবুল কাশেম, নলতা ইউনিয়নের কাশিবাটি ইউনিয়নের মহাসীন শেখের ছেলে খায়রুল শেখ।
কালিগঞ্জ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। বুধবার সকালে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।