কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব হোসেন, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ইউপি চেয়ারম্যন শেখ রিয়াজ উদ্দিন, গাজী শওকাত হোসেন, আশরাফুল হোসেন খোকন, মিজানুর রহমান গাইন, ১৭ বিজিবির বসন্তপুর ক্যাম্পের নায়েক সুবেদার ইব্রাহিম খলিল, নায়েক সুবেদার কেএম বেলাল হোসেন, নায়েক সুবেদার মফিজুল ইসলাম, নায়েক সুবেদার জিন্নাত আলী প্রমুখ। এর আগে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে উপজেলা ব্যাংক ঋণ সমন্বয় কমিটির সভা ও উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয় এবং বেলা ১২টায় উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
9,099,085 total views, 3,224 views today