কালিগঞ্জ প্রতিনিধি: অস্ত্র ও গুলিসহ পুলিশ আব্দুল মাজেদ তরফদার (৫২) নামে এক ডাকাতকে আটক করেছে। সোমবার দিবাগত রাত দু’টোর দিকে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আব্দুল মাজেদ তরফদার ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ সোমবার দিবাগত রাত দু’টোর দিকে উপজেলার তেঘরিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় মাজেদ তরফদারের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরের বারান্দার চালের মধ্যে লুকিয়ে রাখা একটি পাইপগান, একটি ইয়ারগান এবং তিন রাউন্ড গুলি উদ্ধার ও তাকে আটক করা হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/