কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪৫০জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আ ফ ম লুৎফর রহমান মিন্টু সমর্থিত প্যানেলের আব্দুল আলিম ২৪০, মোক্তার হোসেন ২৪৯, মনিরুল ইসলাম ২৪৮, জাহিদুল ইসলাম ২৪৫ এবং মহিলা অভিভাবক পদে নূরনাহার বেগম ২৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রতিদ্ব›দ্বী দল ও প্রাক্তন ম্যানেজিং কমিটির সভাপতি গোবিন্দ মÐল সমর্থিত জিএম আকবর আলী ১৮৫, প্রশান্ত রায় ১৬৪, শফিকুল ইসলাম ১৭৫, শাহিনুর রহমান বুলু ১৫৬ ও ছন্দা রায় চৌধুরী ১৭৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম ও সার্বিক তত্ত¡াবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দে।