আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কাদাকাটি ইউনিয়নের খেজুরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, শ্বশুর সূর্যকান্ত সানার ক্ষেতে তিন জন শ্রমিকের সাথে ধান রোপণের কাজ করছিলেন সাতক্ষীরা সদরের বালিথা গ্রামের নিতাই দাশের ছেলে মনোরঞ্জন দাশ। কিন্তু বিকেল ৪টার দিকে আকর্ষিক বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মনোরঞ্জন দাশ। এ ঘটনায় অপর তিন শ্রমিক অজ্ঞান হয়ে যায়। চিকিৎসার পর তাদের জ্ঞান ফিরেছে বলে জানা গেছে।