আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাদাকাটিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৩য় খেলায় টাইব্রেকারে বাঁকা একাদশ জয় পেয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে কাদাকাটি যুব মজলিসের আয়োজনে যুব মজলিসের ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় জোড়দিয়া ফুটবল একাদশ ও পাইকগাছা উপজেলার বাঁকা ফুটবল একাদশ অংশ নেয়। খেলার প্রথমার্ধে কোন গোল না হলেও ২য় অর্ধে ১-১ গোলে ড্র হলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বাঁকা একাদশ ৪-২ গোল করে জয়লাভ করে। খেলা পরিচলনা করেন বরুন কুমার। সহকারি ছিলেন শিমুল ও আবুল বাসার।