Site icon suprovatsatkhira.com

কাদাকাটিতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, কলাগাছির জয়

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাদাকাটিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কলাগাছি একাদশ জয় পেয়েছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকালে কাদাকাটি যুব মজলিসের আয়োজনে অনুষ্ঠিত ম্যাচে আশাশুনির কাপসন্ডা ফুটবল একাদশ ও তালা উপজেলার কলাগাছি ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় কলাগাছি দল ২-০ গোলে কাপসন্ডা দল কে পরাজিত করে। খেলা পরিচলনা করেন নাসির উদ্দীন। সহকারী ছিলেন আলামিন ও বাবলু।
এর আগে খেলার উদ্বোধন করেন কাদাকাটি যুব মজলিসের সভাপতি মহসিন আলি বকুল ও মাস্টার রজব আলি সরদার। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু হাসান বাবু ও এয়াকুব আলি বেগ, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংঘের সভাপতি আব্দুস সোহাবান সরদার, নাজমুল হোসেন, সবুজ বেগ, নাজিমুদ্দীন সরদার, কচুয়া ও কাদাকাটি যুব মসলিজের সদস্যবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version