কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোরে কলারোয়া বাজারের বলফিল্ড সংলগ্ন সড়কের পাশে অবস্থিত ফার্নিচারের দোকানগুলোতে এই অগ্নিকাÐের ঘটনা ঘটে। এতে নাইমা ফার্নিচার, আকরাম ফার্নিচার, খালেক বোর্ডিং ও গাজী ফার্নিচার পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত নাইমা ফার্নিচারের মালিক বদরুজ্জামান জানান, শুক্রবার ফজরের নামাজের পর কোন একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারটি দোকান ভস্মীভুত হয়েছে। এতে তাদের ৩০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। তিনি জানান, সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সহকারি অফিসার নজরুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনি এবং তবে তার আগেই চারটি দোকানের অধিকাংশ পুড়ে যায়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।