সেপ্টেম্বর ৭, ২০১৮
কলারোয়ায় হাতুড়ে ডাক্তার দিয়ে অর্থোপেডিক সার্জারি! রোগীর অবস্থা সংকটাপন্ন
মোজাহিদুল ইসলাম, কলারোয়া: কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত শাওন ডায়াগনস্টিক সেন্টারে হাতুড়ে ডাক্তার দিয়ে অপারেশনের সময় এলাকাবাসী হাতেনাতে হাতুড়ে ডাক্তার ও প্যাথলজি মালিককে আটক করেছে। আটককৃত হাতুড়ে ডাক্তারের নাম আব্দুল হান্নান। 8,314,823 total views, 4,069 views today |
|
|
|