কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় হামলায় জাকির হোসেন (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাকির কাঁদপুর গ্রামের আব্দুল গফ্ফার সরদারের ছেলে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জাকির হোসেন জানান, রোববার গভীর রাতে প্রতিবেশী মোহাম্মদ গাজীর মাদকাসক্ত ছেলে মিন্টু (৪৩) তার স্ত্রীকে মারধর করলে আত্মরক্ষার্থে তার স্ত্রী পাশের বাড়িতে আশ্রয় নেয়। এসময় মিন্টুর মা ও ছোট ভাই রুবেল (৩৮) তার সাথে যোগ দিয়ে পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নেওয়া স্ত্রীর উপর নির্যাতন চালাতে থাকে। শোরগোল শুনে আমি সেখানে হাজির হয়ে মিন্টুকে বাধা দিলে সে আমার সাথে বাকবিতÐা শুরু করে। এসময় হঠাৎ তার হাতে থাকা লাইট দিয়ে আমার মাথায় আঘাত করে। পরিবারের সদস্যরা আহতাবস্থায় সেখান থেকে আমাকে উদ্ধার করে কলারোয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় আমার শ্বশুর মুক্তিযোদ্ধা নূর হোসেন সরদার বাদী হয়ে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহমেদ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ১
https://www.facebook.com/dailysuprovatsatkhira/