Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় জাসদের নির্বাচনী মিছিল ও সমাবেশ

কলারোয়ায় জাসদের কেন্দ্রীয় সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলুর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় শেখ ওবায়েদুস সুলতান বাবলুর নেতৃত্বে নির্বাচনী মিছিলটি কলারোয়া থানা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
কলারোয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদ মনোনীত ও ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়েদুস সুলতান বাবলু, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, তালা উপজেলা জাসদের সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা আব্দুর রাজ্জাক, কলারোয়া উপজেলা জাসদের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, মুনসুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সরুলিয়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু মুছা, উপজেলা ছাত্রলীগ (জাসদ) সভাপতি এস এম আব্দুল আলিম, জেলা জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, তালা উপজেলা ছাত্রলীগের (জাসদ) সাধারণ সম্পাদক এসএম শামীম, শেখ আছাদুল প্রমুখ।
সমাবেশে বক্তারা আগামী সংসদ নির্বাচনে জাসদ মনোনীত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়দুস সুলতান বাবলুকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version