কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে ছাত্রদলের নেতাকে ছাত্রলীগের সভাপতির পদ দেওয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গয়ড়া বাজারে চন্দনপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাসেদ, সজিব, ইমন, সাজু, তানভীর ইসলাম, রনি, আদনান, সাহেব আলী, আরজু, অনিক, আবু সোহান, রিংকু, সাগর, তুরানসহ কয়েকশ নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৩ সালে নাশকতার সময় ছাত্রদল নেতা মাহমুদুল হাসান মিন্টু গয়ড়া বাজারের নুরুজ্জামানের দোকান, মিষ্টির দোকানদার শাহাজাহান আলী ও ডা. লেয়াকাত আলীর দোকান ভাঙচুর করে। তাকে চন্দনপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সভাপতির পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা অবিলম্বে এই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
এদিকে চন্দনপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বলেন, নবগঠিত চন্দনপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা ভালো। তারা দাবি করেন, এই কমিটিতে সভাপতি পদে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে ২০১৩ সালে নাশকতা সময় বিএনপির লাঠিয়াল বাহিনীর সদস্য ছিলো।
এ বিষয়ে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আবু সাঈদ জানান, মাহমুদুল হাসান মিন্টু কে স্থানীয় আ’লীগের প্রত্যয়নের উপর এবং দলীয় কর্মকা-ে দীর্ঘদিন যুক্ত থাকার কারণে সভাপতি পদ দেওয়া হয়েছে। স্থানীয় কোন্দল এবং পদ বঞ্ছিতরা ধোয়াশা সৃষ্টি করে ফায়দা হাসিল করার চেষ্টায় লিপ্ত হয়েছে।
কলারোয়ায় ছাত্রদল নেতাকে ছাত্রলীগের সভাপতির পদ দেওয়ায় বিক্ষোভ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/