Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় ওয়ার্কার্স পার্টির সম্মেলন প্রস্তুতি সভা

ডেস্ক রিপোর্ট: কলারোয়ায় ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকম-লীর সদস্য অধ্যক্ষ ময়নুল হাসান, কলারোয়া পৌর ওয়ার্কার্স পার্টির সম্পাদক অধ্যাপক শেখ জাভিদ হাসান, ওয়ার্কার্স পার্টির অধ্যাপক আবুল খায়ের, সন্তোষ কুমার পাল, শেখ জুলফিারুজ্জামান জিল্লু, প্রদীপ কুমার পাল, আবু হায়াত বাবু, তৌহিদুর রহমান সাগর, মেহেদী হাসান পারভেজ, শাহনুর রহমান, ডা: পীযুষ কুমার, পূর্ণেন্দ্র কুমার ঘোষ, জালাল খাঁ, নজরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর, রোববার বিকেল ৩টায় কলারোয়া পাইলট হাইস্কুল চত্বরে অনুষ্ঠিত হবে ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্মেলন। আর এ সম্মেলন সফল করতে মুক্তিযোদ্ধা আব্দুর রউফকে আহবায়ক, সন্তোষ কুমার পালকে যুগ্ম আহবায়ক ও অধ্যাপক আবুল খায়েরকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version