কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুসাইন উন্নয়ন মেলার সার্বিক বিষয় ও করণীয় নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন। এবারের উন্নয়ন মেলার মূল প্রতিপাদ্য বিষয় ‘উন্নয়ন অগ্রযাত্রা হল অদম্য বাংলাদেশ।’
সভায় আরও বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আরাফাত হোসেন, থানার ওসি শেখ মারুফ আহমেদ।
প্রসঙ্গত, আগামী ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের স্টলে উন্নয়নমূলক কর্মকা- ও সেবা তুলে ধরা হবে।