Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এএইচএম আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার বাবলু রহমান, আশিকুজ্জামান রানা ও রবিশংকর দেওয়ান। উপজেলা সহকারি শিক্ষা অফিসার শোভা রায়ের পরিচালনায় এ সময় আরো উপস্থিত কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষক মুজিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শ্রীপতিপুর মডেল স্কুলের প্রধান শিক্ষক শেখ নুরুল্ল¬াহ, নাকিলা স্কুলের প্রধান শিক্ষক পারুল আখতার, তুলশিডাঙ্গা স্কুলের রেহেনা সুলতানা প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version