কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় নতুন নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মো. আলমগীর হোসাইন।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে তিনি কলারোয়ায় যোগদান করেন।
আলমগীর হোসাইন এর আগে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। পদোন্নতি নিয়ে এই প্রথম ইউএনও হিসেবে কলারোয়ায় যোগদান করলেন। চাকুরী জীবনে কলারোয়া তার চতুর্থ কর্মস্থল। আলমঙ্গীর হোসাইন খুলনা জেলার পাইকগাছা উপজেলার কৃতি সন্তান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। যোগদান করে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।