সেপ্টেম্বর ৩, ২০১৮
কপিলমুনির নাছিরপুর-রেজাকপুরের রাস্তা নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
![]() জি এম মোস্তাক আহমেদ, কপিলমুনি: কপিলমুনিতে নিম্মমানের উপকরণ ব্যবহার করে নাছিরপুর-রেজাকপুরের প্রায় দুই হাজার তিন’শ মিটার কার্পেটিং রাস্তা নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তায় নিম্মমানের খোঁয়া ব্যবহার করায় সামান্য বৃষ্টিতে গলে যাচ্ছে এই খোঁয়ার আস্তরণ। এতে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। ফলে চলাচলে ব্যাপক ভোগান্তির পোহাচ্ছে এলাকাবাসী। প্রতিষ্ঠানটির তদারকদের নিকট স্থানীয়দের সাথে নিয়ে জনপ্রতিনিধিরা বারংবার অভিযোগ করলেও তা কোন প্রকার আমলে নেয়নি সংশ্লিষ্টরা। 6,577,427 total views, 1,813 views today |
|
|
|