সেপ্টেম্বর ১, ২০১৮
এডিএস প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি হেদায়েত, সম্পাদক ছালেক
ফিংড়ী প্রতিনিধি: আশাশুনি, দেবহাটা ও সাতক্ষীরা সদর সম্মিলিত এডিএস প্রেসক্লাবের আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক পত্রদূতের শেখ হেদায়েতুল ইসলামকে সভাপতি, দৈনিক কাফেলার আবু ছালেককে সাধারণ সম্পদক ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার জি.এম আজিজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 8,769,557 total views, 1,280 views today |
|
|
|