ডেস্ক রিপোর্ট: একাধিক ডাকাতি মামলার আসামি ও ইয়াবা ব্যবসায়ী রফিকুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে সাতক্ষীরা আনসার ক্যাম্পের পাশে অবস্থিত আশাশুনি ছাত্রাবাস থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
রফিকুল ইসলাম আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যানপুর গ্রামের মিনাজউদ্দিনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়। রফিকুলের নামে আশাশুনি ও সাতক্ষীরা থানায় একাধিক ডাকাতি মামলা আছে বলে তিনি জানান। এছাড়া সে দীর্ঘদিন মাদক ব্যবসার জড়িত।